Site icon Jamuna Television

পি কে হালদার ও তার সহযোগীদের ১১ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ

১১ দিনের জেল হেফাজতে পি কে হালদার।

কয়েক হাজার কোটি টাকা পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার এবং তার সহযোগীদের ১১ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।

স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) দুপুর ২টার পর কলকাতার ব্যাঙ্কশাল আদালতে পি কে এবং তার পাঁচ সহযোগীকে হাজির করা হয়। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য এ সময় আবারও রিমান্ড চাওয়া হয়। তবে ব্যাঙ্কশাল আদালতের বিচারক সৌভিক ঘোষ তা নাকচ করে দেন। সেই সাথে, আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশও দেন তিনি। আগামী ৭ জুন আবারও আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে পি কে হালদার এবং তার সহযোগীদের।

জানা গেছে, প্রথম তিন দিনের জেরা শেষে পি কে হালদারের প্রায় ১৫০ কোটি রুপি এবং বিগত ১০ দিনের জেরা ও তল্লাশি অভিযানে শেষে আরও একাধিক লুকায়িত সম্পত্তির হদিস পেয়েছে ইডি; যার আর্থিক মূল্যমান ৩০০ কোটি রুপির মতো।

এর আগে, ২ দফায় ১৩ দিন ইডি হেফাজতে রাখা হয় আসামীদের। সেখানেই চলে তাদের জিজ্ঞাসাবাদ। গত ১৪ মে, নাটকীয় অভিযানে পশ্চিমবঙ্গের অশোকনগরে গ্রেফতার হন পি কে হালদার আর পাঁচ সহযোগী। সেই সাথে, বেরিয়ে আসে পাচার করা অর্থে গড়ে তোলা বিশাল সাম্রাজ্যের কথা।

আরও পড়ুন: ইমরান খানকে প্রধান আসামি করে ইসলামাবাদ পুলিশের মামলা

/এম ই

Exit mobile version