Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হুয়ান, প্রকাশ করলেন লম্বা আয়ুর রহস‍্য

ছবি: সংগৃহীত

১১৩তম জন্মদিন পালন করেছেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ ভেনেজুয়েলায় শুক্রবার (২৭ মে) পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সান্নিধ্যে হয় ও উদযাপন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

১০ দিন আগেই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে গিনেস বুকে নাম লেখান পেরেজ। ১১ সন্তানের বাবা পেরেজের নাতি-নাতনির সংখ্যা ৪১ জন। এছাড়া রয়েছে আরও দুই প্রজন্মের উত্তরাধিকার। কথা বলায় কিছুটা জড়তা থাকলেও অন্য কোনো শারীরিক জটিলতা নেই পেরেজের।

গিনেস বুক কর্তৃপক্ষের কাছে নিজের লম্বা আয়ুর রহস্য তুলে ধরেন তিনি। বলেন- কঠোর পরিশ্রম, পর্যাপ্ত বিশ্রাম আর রাতে দ্রুত ঘুমানোর নিয়ম পালন করেছেন সব সময়। প্রতিদিন পান করেছেন খুব ছোট এক গ্লাস ঐতিহ্যবাহী পানীয়।

হুয়ান ভিসেন্তে পেরেজ মোরার আগে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন স্পেনের স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া। ১৯০৯ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আর এ বছরের জানুয়ারিতে ১১২ বছর ৩৪১ দিন বয়সে মারা যান তিনি। 

আরও পড়ুন: টাক মাথায় গজাবে চুল, দাবি মার্কিন গবেষকদের

জেডআই/

Exit mobile version