Site icon Jamuna Television

নাটোরে বিধবাকে লাঠিপেটার ভিডিও ভাইরাল, অভিযুক্ত আটক

বিধবাকে উত্যক্তের অভিযোগে গ্রেফতারকৃত আইয়ুব আলী।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় এক বিধবা নারীকে লাঠিপেটা করার ১০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটলেও শনিবার (২৮ মে) তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে শনিবার বিকেল পাঁচটায় অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে পুলিশ।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে উপজেলার বেলোয়া গ্রামের এক বিধবা বাড়ির পাশ্ববর্তী এক দোকানে সেমাই কিনতে যান। এ সময় একই গ্রামের আইয়ুব আলীর সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আইয়ুব ওই বিধবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঠি দিয়ে মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আইয়ুব চলে যায়। এ ঘটনার লাঠিপেটার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরপরে শনিবার বিকেল পাঁচটার দিকে বেলোয়া গ্রাম থেকে আইয়ুব আলীকে আটক করে পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন ধরেই আইয়ুব আলী ওই বিধবাকে উত্যক্ত করতো। এর প্রতিবাদ করায়ই মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইয়ুব আলীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

/এসএইচ

Exit mobile version