Site icon Jamuna Television

নাইজেরিয়ার গির্জায় পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

শনিবার (২৮ মে) নাইজেরিয়া পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। গির্জায় নিহত এবং আহতদের উদ্ধারের পর পার্শ্ববর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নেয়া হয় বলে জানা গেছে।

পোর্ট হারকোর্ট পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, শনিবার ভোরের দিকে খাবার খেতে আসা শত শত মানুষের গির্জার ভেতরে প্রবেশের সময় পদদলনের ঘটনা ঘটে। সকালে নির্ধারিত সময়ের আগেই লোকজন সেখানে চলে আসেন এবং কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করেছিলেন, যে কারণে পদদলনের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

এর আগে, নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি ‘শপ ফর ফ্রি’ অনুষ্ঠানের জন্য প্রচুর জনসমাগম হয়েছিল। গির্জার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়ার জন্য অনেকে শুক্রবার রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version