Site icon Jamuna Television

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, উদযাপিত হচ্ছে বাংলাদেশেও

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে। বিশেষ এ দিনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী বাংলাদেশ নিয়েছে রাষ্ট্রীয় নানা কর্মসূচি।

রোববার (২৯ মে) ভোরে শান্তিরক্ষীদের স্মরণে শুরু হয় দিনের প্রথম কর্মসূচি ‘শান্তিরক্ষী দৌড়’। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। পরের আয়োজন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জাতিসংঘ শান্তি মিশন নিয়ে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী বাংলাদেশ। বিশ্বের ৯টি মিশনে কর্তব্যরত ৬ হাজার ৮০২ জন বাংলাদেশি শান্তিরক্ষী। দায়িত্বরত অবস্থায় এখন পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন ১৬১ জন।

/এডব্লিউ

Exit mobile version