Site icon Jamuna Television

রেলের সঙ্গে ৫ বছর মামলা লড়ে ৩৫ টাকা আদায় করলেন লড়াকু যাত্রী

ছবি: সংগৃহীত

ভারতে রেলের বিরুদ্ধে টানা পাঁচ বছর আইনি লড়াইয়ের পর ‘ক্যানসেলেশন’ টিকিটের ৩৫ টাকা ফেরত পেলেন রাজস্থানের কোটার বাসিন্দা সুজিত স্বামী। আর তার এই জয়ে উপকৃত হলেন আরও প্রায় তিন লক্ষ মানুষ, যারা ঠিক একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। সেই তিন লাখ মানুষকেই টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছে ভারতের রেল কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকার।

সুজিত পেশায় একজন ইঞ্জিনিয়ার। ২০১৭ সালের ২ জুলাই কোটা থেকে নয়াদিল্লি যাওয়ার জন্য গোল্ডেন টেম্পল মেলের টিকিট কেটেছিলেন। ঠিক তার আগের দিনই জিএসটি চালু হয়েছিল। কিন্তু কোনো কারণবশত সুজিত তার টিকিট বাতিল করেন। টিকিট যখন কেটেছিলেন, তখন তার কাছ থেকে ৭৬৫ টাকা নিয়েছিল রেল। কিন্তু টিকিট বাতিল করতেই ৬৫ টাকার বদলে ১০০ টাকা কেটে নিয়ে বাকি ৬৬৫ টাকা ফেরত দেয় রেল।

জিএসটি চালু হওয়ার পরেও তার কাছ থেকে অতিরিক্ত ৩৫ টাকা পরিষেবা কর হিসেবে কেনো নেয়া হলো, তা নিয়ে রেলের কাছে জবাব চেয়েছিলেন সুজিত। রেলের ধার্য করা সেই অতিরিক্ত ৩৫ টাকা ফেরত পাওয়ার জন্য সেই থেকে লড়াই শুরু সুজিতের। তিনি বিষয়টি জানিয়ে তথ্য অধিকার আইনে মামলা করেন।

আরটিআই-এর উত্তরে রেল যুক্তি দেয়, রেল মন্ত্রণালয়ের ৪৩ নম্বর কমার্শিয়াল সার্কুলার অনুযায়ী ওই ব্যক্তি জিএসটি চালুর আগে টিকিট কেটেছিলেন এবং বাতিল করেন জিএসটি চালু হওয়ার পর। যেহেতু জিএসটি চালুর আগে টিকিট কাটা হয়েছিল, সেই সময় যে পরিষেবা কর নেয়া হয়েছে, তা ফেরতযোগ্য নয়।

সংবাদ সংস্থা পিটিআইকে সুজিত বলেন, টাকা ফেরতের জন্য প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, জিএসটি কাউন্সিল এবং অর্থমন্ত্রীকে লাগাতার টুইট করে গিয়েছি। আর টাকা ফেরতের জন্য এই টুইট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

২০১৯-এর ১ মে সুজিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৩ টাকা ফেরত দেয় রেল। তবে ২ টাকা কেটে নিয়েছিল। সুজিত কিন্তু সেই ২ টাকা ফেরতের জন্যও লড়াই চালিয়ে গিয়েছেন। শেষমেশ গত সপ্তাহে সেই দুই টাকাও সুজিতকে ফেরত দেয় রেল।

৩৫ টাকা আদায়ে লড়াই শুরু করেছিলেন সুজিত। কিন্তু তার এই দীর্ঘ আইনি লড়াইয়ে উপকৃত হলেন ২ লক্ষ ৯৮ হাজার মানুষ। আইআরসিটিসি’র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ওই ২ লক্ষ ৯৮ হাজার মানুষকে তাদের প্রাপ্য টাকা ফেরত দেবে রেল। এর জন্য খরচ হবে ২ কোটি ৪৩ লক্ষ টাকা।

ইউএইচ/

Exit mobile version