Site icon Jamuna Television

তিন সপ্তাহে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮০

ছবি: সংগৃহীত।

আফ্রিকা মহাদেশের বাইরে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে ৭৮০ জন রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানালো, মাত্র তিন সপ্তাহের মধ্যে ঘটেছে এই বিস্তার। এক সপ্তাহ আগেও আড়াই শতাধিক ছিল নিশ্চিত রোগীর সংখ্যা। খবর বিবিসির।

উপসর্গ ততোটা জোরালো না হলেও, এবারই আফ্রিকা মহাদেশের বাইরে এতো বিস্তার ঘটছে মাঙ্কিপক্সের। সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে ব্রিটেনে। দেশটির ২০৭ ব্যক্তির শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি।

ব্রিটেনের পরই রয়েছে স্পেনের অবস্থান। দেড় শতাধিক মানুষের শরীরে শনাক্ত হলো মাঙ্কিপক্স। পর্তুগালে সংখ্যাটি ১৩৮। তাছাড়া, কানাডায় ৭৭, ফ্রান্সে ৫৮ এবং যুক্তরাষ্ট্রে ২১ জন মাঙ্কিপক্সের রোগীকে শনাক্ত করেছেন স্বাস্থ্যবিদরা। এখন পর্যন্ত বিশ্বের ২৭টি দেশে মিলেছে মাঙ্কিপক্স।

প্রচণ্ড জ্বর, মাথা-মাংসপেশিতে ব্যথার পর শরীরে দেখা দেয় ফুঁসকুড়ি। গবেষকরা বলছেন, ৮০ শতাংশ পর্যন্ত রোগটি প্রতিরোধে সক্ষম গুটিবসন্তের টিকা।

এসজেড/

Exit mobile version