Site icon Jamuna Television

ভয়াবহ বন্যায় প্লাবিত ফ্রান্সের রুয়ে শহর

ছবি: সংগৃহীত।

ভয়াবহ বন্যার কবলে ফ্রান্সের রুয়ে শহর। প্লাবিত হয়ে গেছে প্রতিটি সড়ক। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১৫ জন। খবর ওয়াশিংটন পোস্টের।

বন্যার কারণে অন্য শহরগুলোর সাথে রুয়ের যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৫ হাজার পরিবার। শুরু হয়েছে উদ্ধার অভিযান। এক ভিডিও ফুটেজে দেখা যায় পানির তীব্র স্রোতে সড়কের গাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে।

শুধু সড়কই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটির রেল লাইনও। কোথাও কোথাও তলিয়ে গেছে সাবওয়ে। ফলে বিলম্ব হচ্ছে ট্রেন চলাচল। এমন সংকটে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, শনিবার (৪ মে) থেকেই বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে থাকে। টানা বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। আগামী দুই-একদিন অব্যহত থাকবে বৈরি আবহাওয়া।

এসজেড/

Exit mobile version