Site icon Jamuna Television

গাজীপুরের শ্রীপুরে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রাম থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (৫ জুন) রাত সোয়া এগারোটার দিকে জৈনা-সিএনবি রোডের আবুল হাসেনের বাড়ির পাশের রাস্তা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত দুখু মিয়া (১৪) সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামের মো. জাবেদ মিয়ার ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির জানান, রাত সাড়ে নয়টার দিকে দূর্বৃত্তরা ওই কিশোরকে জবাই করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। অটোরিকশা ছিনিয়ে নিতে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

এটিএম/

Exit mobile version