Site icon Jamuna Television

নোয়াখালীতে ইয়াবাসহ তরুণী আটক

আটককৃত তরুণী।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ। আটককৃত মোছা. শাহিদা আক্তার মনি (২০) সোনাইমুড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামের মো. রুবেলের স্ত্রী।

সোমবার (৬ জুন) দুপুরে আটককৃত তরুণীকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার রাত ৮টার দিকে সোনাইমুড়ী পৌরসভা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই তরুণীকে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

এসজেড/

Exit mobile version