Site icon Jamuna Television

যশোরে ৭ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ছবি: নিহত অপু মিয়া

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর শহরের খালধার রোডে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় অপু মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। সে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। চিহ্নিত সন্ত্রাসী অপুর বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, সকাল সাড়ে ৬টার দিকে অপু রিকশায় করে শহরের মাছ বাজারে যাচ্ছিল। বাড়ির কাছে আলিয়া আমিনিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে কয়েক জন তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেয়ার পথে ফরিদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সকাল ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

ওসি রূপান আরও জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ অপুর বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে ৭টি মামলা রয়েছে। কথায় কথায় চাকু মারায় তার কুখ্যাতি ছিল।

ইউএইচ/

Exit mobile version