Site icon Jamuna Television

চলতি বাজেটে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

তিস্তার ভয়াবহ ভাঙনের মুখে জনপদ। ফাইল ছবি।

বিদেশি নয়, পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে হবে তিস্তা নদীর খনন ও মহাপরিকল্পনা প্রকল্প। আর সেজন্য চলতি বাজেট অধিবেশনেই দিতে হবে বরাদ্দ। এমন দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দীর্ঘদিনের দাবি, চলতি বাজেটে উপেক্ষিত হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তাদের।

ফসলের প্রাণভোমরা তিস্তা বাঁচাতে ২০১১ সাল থেকে আন্দোলন চলছে নদী পাড়ের জনপদগুলোয়। জানমাল রক্ষায় তলদেশ খনন, নদী শাসনসহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের দাবি, প্রতিবছর ২০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয় অববাহিকায়। দেশের অন্য অঞ্চলে মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও বৈষম্যের কারণে মাত্র সাড়ে আট হাজার কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখছে না।

এ নিয়ে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং সদস্য ডক্টর তুহিন ওয়াদুদ বলেন, সারাদেশে এখন যে ৩ লাখ কোটি টাকা দিয়ে বিভিন্ন মেগা প্রকল্প হচ্ছে, তার চেয়ে অনেক বেশি আর্থিক, মানবিক ও সামাজিকভাবে লাভবান হবে সরকার মাত্র ১০ হাজার কোটি টাকা এখানে ব্যয় করলে।

বিদেশি অর্থায়নের দিকে তাকিয়ে না থেকে চলতি বাজেটেই তিস্তা মহাপরিকল্পনা অর্থ বরাদ্দের দাবি সংগ্রাম পরিষদের। দাবি পূরণ না হলে রংপুর বিভাগ অচল করার হুমকি তাদের। এই বাজেটেই এই মহাপরিকল্পনার জন্য বাজেট বরাদ্দ না দিলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আন্দোলনকারীদের মতে, নদীতে পানির প্রবাহ ঠিক থাকলে এই অঞ্চলের অর্থনীতি চাঙ্গা হবে। যোগাযোগে উন্নয়ন ছাড়াও স্থানীয়দের জীবনমানে আসবে আমূল পরিবর্তন।

এসজেড/

Exit mobile version