Site icon Jamuna Television

ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আটককৃত চাঁন মিয়া হত্যা মামলার তিন আসামি নাজিম উদ্দীন, তার স্ত্রী আন্না বেগম ও তাদের মেয়ে জুলি খাতুন।

ঝিনাইদহ প্রতিনিধি:

ভারতে পালিয়ে যাওয়ার সময় চাঞ্চল্যকর চাঁন মিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৮ জুন) ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লেবুতলা গ্রামের নাজিম উদ্দীন, তার স্ত্রী আন্না বেগম ও মেয়ে জুলি খাতুন। ঝিনাইদহ র‍্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারিক বিরোধের জেরে গত ২৩ এপ্রিল লেবুতলা গ্রামের চাঁন মিয়া (২৬) কে শ্বাসরোধ করে হত্যা করে ধৃত আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঝিনাইদহ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মহেশপুর থানাকে নির্দেশ দেন। এরপর, র‍্যাব মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। বুধবার আসামিরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া হত্যায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version