Site icon Jamuna Television

তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো স্পেন

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের টানা দুই ড্রয়ের পর আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।

আগের ম্যাচে পর্তুগালের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল সুইসরা। এবার ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। ম্যাচের ১৩ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে লিড নেয় স্পেন। যদিও সুইসদের তোলা অফসাইড আপত্তি ভিএআরের সাহায্যে সমাধান দেন রেফারি। প্রথমার্ধের বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

বিরতির পর বৃথা যায় জর্ডান শাকিরির নেয়া দুর্বল শট। ম্যাচের শেষ দিকে ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে ম্যাচে ফেরার সুযোগ নষ্ট করেন সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। এ নিয়ে টানা তিন হারের গ্রুপের তলানিতে সুইজারল্যান্ড।

ইউএইচ/

Exit mobile version