Site icon Jamuna Television

রুশ সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা ফিনল্যান্ডের

রাশিয়ার সাথে থাকা পূর্ব সীমান্তে দেয়াল নির্মাণের কথা ভাবছে ফিনল্যান্ড। এ জন্য ইতোমধ্যে দেশটির সীমান্ত আইন সংশোধন করারও ঘোষণা দেয়া হয়েছে। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের ফলে সৃষ্টি হওয়া নিরাপত্তা হুমকি মোকাবেলা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। খবর রয়টার্সের।

সম্প্রতি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোতে সদস্যপদ লাভের আবেদন করার পর এমন খবর সামনে এলো। এছাড়া রাশিয়ার সাথে যুদ্ধের ইতিহাস রয়েছে ফিনল্যান্ডের। দু’দেশের মধ্যে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে যার বেশিভাগই বনাঞ্চলে আচ্ছাদিত।

রাশিয়া সীমান্ত দিয়ে আশ্রয় প্রার্থীদের পাঠিয়ে ফিনল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করা হতে পারে এমন আশংকা থেকেই সর্তকতামূলক সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আগে গত বছরের শেষে দিকে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান এবং আফ্রিকা থেকে শত শত অভিবাসী পোলিশ সীমান্তে আটকা পড়লে বেলারুশকে অভিযুক্ত করেছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এটিএম/

Exit mobile version