Site icon Jamuna Television

গুজরাটে সোয়া লাখ আম দিয়ে পূজা

গুজরাটে শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়েছে বিভিন্নজাতের সোয়া লাখ আম দিয়ে।

গুজরাটে হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করা হল এক লাখ ২৫ হাজার আম। শুক্রবার (১০ জুন) এ পূজা আয়োজিত হয়।

এদিন মন্দির প্রাঙ্গণ পুরোটা ভরে যায় লাখো আমের সমারোহে। পূজায় অংশ নিতে মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান হাজারো পূণ্যার্থী। মন্দিরের বৈষ্ণব সাধকরাই জাঁকজমকপূর্ণ বাৎসরিক এ পূজার আয়োজন করেন। আম ছাড়াও বিভিন্ন ধরনের ফল, মিষ্টান্ন ও শরবত উৎসর্গ করা হয় দেবতার উদ্দেশ্যে।

/এসএইচ

Exit mobile version