Site icon Jamuna Television

বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের শাস্তি তুলে দিতে যাচ্ছে মালয়েশিয়া

বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের শাস্তি তুলে দিতে যাচ্ছে মালয়েশিয়া। এর আগে মালয়েশিয়াতে হত্যা এবং সন্ত্রাসবাদসহ বেশ কয়েকটি অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান চালু ছিল। খবর আলজাজিরার।

দেশটির আইনমন্ত্রী ওয়ান জুনাইদি টুয়াংকু জাফর এক বিবৃতিতে বলেন, মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে বিশেষজ্ঞের প্রতিবেদনের ফলাফল পর্যালোচনা করার পর ১১টি অপরাধের জন্য বিকল্প শাস্তির বিধান রাখা হবে। এছাড়া ২২টি অন্যান্য অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়েও বিবেচনা করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের এ সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে, এখন সব পক্ষের অধিকার নিশ্চিতে সরকার সমানভাবে নজর দিচ্ছে।

এর আগে ২০১৮ সালে পাকাতান হারাপান সরকারের সময় মালয়েশিয়া মৃত্যুদণ্ড বাতিলের উদ্যোগ নেয় এবং বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ রয়েছে।

এটিএম/

Exit mobile version