Site icon Jamuna Television

আখাউড়ায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত, মেলেনি পরিবারের খোঁজ

অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত আখাউড়ায়।

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত নারী মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাছিমা আক্তার (৩৩)। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে পরিচয় পাওয়া গেলেও পরিবারের কোনো খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর বাইপাস রেললাইনের পাশ থেকে ওই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, ওই নারীর নাম নাছিমা আক্তার। বাবার নাম আলী হোসেন। গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পূর্ব হরিপুর সাপমারা গ্রাম। কিন্তু ঠিকানা অনুযায়ী ওই নারীর পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নাছিমা আক্তারের কীভাবে মৃত্যু হয়েছে তাও পুলিশ জানাতে পারেনি। লাশের মুখ, মাথা ও পায়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ওই নারীর মৃত্যু রহস্য ও পরিবারের পরিচয় উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এসআই মো. মাসুদ আলম।

এসজেড/

Exit mobile version