Site icon Jamuna Television

গাইবান্ধায় বিদেশি পিস্তলসহ ডাকাত গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর থানা পুলিশ বগুড়া জেলার পূর্ব সুজায়েত পুরের চরে অভিযান চালিয়ে ডাকাত শৈলাস প্রধানকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে সোমবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার নিজ ঘরের খাটের নিচে থেকে বিদেশি পিস্তল ও একরাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

ইউএইচ/

Exit mobile version