Site icon Jamuna Television

বলিউড ছেড়ে দেয়ার বিষয়ে যা বললেন অক্ষয় কুমার

ছবি: সংগৃহীত

আগামী দিনে ৩টি নয় ৫টি ছবির কাজ চলছে। খুব দ্রুত ৬ নম্বর ছবির কাজ শুরু হবে। মুম্বাইয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বলছিলেন বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার। খবর আনন্দবাজার পত্রিকার।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, এতো কাজ এক সাথে কী করে করেন অক্ষয়। আর এমন প্রশ্নেই বেজায় বিরক্ত হলেন তিনি। অক্ষয় বলেন, আমরা ছোটবেলায় রোজ স্কুলে যাই। বড় হয়ে অফিসে যাই। আমার জীবনটাও ঠিক তেমনি। রোজ সকালে শ্যুটিংয়ে যাই। সবার জীবনইতো এমন।

বলিউডে এমন সাফল্যের নেপথ্যে রয়েছে অক্ষয়ের কঠিন পরিশ্রম। রোজ ভোর ৪টায় নিয়ম করে ঘুম থেকে ওঠা, তার পরে শরীরচর্চা। শোনা যায়, আউটডোর থাকলে হোটেল থেকে শ্যুটিংস্থলে পৌঁছন হেঁটে বা সাইকেলে। বলিউডের পার্টিতেও খুব একটা দেখা যায় না তাকে। রোববারের ছুটির দিনটা সময় দেন পরিবারকেই। ঘড়ির কাঁটা মেনে চলা জীবনে অভ্যস্ত অক্ষয় কি বলিউডেই কাটিয়ে দিতে চান গোটা জীবন? অক্ষয়ের উত্তর, যে রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে হবে, কাল সকালে আবার কাজে যেতে হবে, সে দিনই সব কাজ ছেড়ে দেব

এটিএম/

Exit mobile version