Site icon Jamuna Television

পরকীয়া প্রেমিকের সাথে উধাও ইতালী প্রবাসীর স্ত্রী, স্বর্ণালংকারসহ গ্রেফতার ২

উদ্ধারকৃত মালামাল।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পরকীয়া প্রেমিকের বাড়ি থেকে ইতালী প্রবাসীর স্ত্রীসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো, সোনাইমুড়ী উপজেলার আমিশা ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের ইতালি প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী এবং সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আব্দুল লতিফের স্ত্রী।

শুক্রবার (১৭ জুন) রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব ও সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। এর আগে এদিন সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. হুমায়ুন কবির একজন ইতালী প্রবাসী। ইতালিতে থাকার সুবাদে তার স্ত্রী ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি জানতে পেরে হুমায়ুনকে জানান তার বাবা-মা। খবর পেয়ে ৫ মাস আগে তার স্বামী ইতালি থেকে দেশে চলে আসেন। এরপর স্ত্রীকে সংশোধনের চেষ্টা করলেও স্ত্রী তাকে নারী নির্যাতনের মামলার ভয় দেখান বলে অভিযোগ।

এরই মধ্যে গত ১২ জুন হুমায়ুন ৩ দিনের জন্য সোনাইমুড়ীর শানারবাঘ জামে মসজিদে তাবলিগ জামাতে যায়। এই সুযোগে গত ১৪ জুন সকাল ১০টার দিকে শাশুড়ির ওষুধ আনার কথা বলে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় প্রবাসীর সেই স্ত্রী।

র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৫ জুন) প্রবাসী হুমায়ুন কবির মৌখিকভাবে অভিযোগ করে। অভিযোগের আলোকে তথ্য প্রযুক্তির সহায়তায় দু’জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় ভুক্তভোগী প্রবাসী লিখিত এজাহার দাখিল করেছেন।

এসজেড/

Exit mobile version