Site icon Jamuna Television

বন্যায় মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বন্যায় মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ জুন) সকালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এবারের বন্যা ব্যাপক হারে আঘাত এনেছে। সরকারি সকল প্রতিষ্ঠান উদ্ধার ও ত্রাণ দেয়ার কাজ করছে বলেও জানান তিনি। আরও বলেন, সরকার দুর্যোগ মোকাবেলার সকল ধরনের প্রস্ততি নিয়েছে এবং সারাদেশের পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আজ থেকে বন্যার পানি নামা শুরু করেছে। খুব শিগগরই পরিস্তিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

এ সময় প্রত্যেক উপজেলায় খেলার মাঠ হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা করার পরামর্শ দিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version