Site icon Jamuna Television

আরিচা-কাজীরহাট রুটে ডুবোচরে যানবাহন নিয়ে আটকা পড়েছে ফেরি

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌ রুটে যাত্রী ও যানবাহন নিয়ে ডুবেচরে আটকা পড়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামে একটি রো রো ফেরি। সোমবার(২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরিচা এলাকায় ফেরিটি আটকা পড়ে। ফেরিটি কাজীরহাট ঘাট থেকে আরিচায় আসছিল।

বিআইডব্লিউটিসির আরিচা নৌ-অঞ্চলের ডেপুটি জেনারেলন ম্যানেজার(ডিজিএম)শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন ধরে আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। স্রোতের কারণে নৌ চ্যানেলের মার্ক গুলোও উঠে গেছে। সন্ধ্যায় যাত্রী ও যানবাহন নিয়ে কাজীরহাট থেকে আরিচা আসছিল ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।

তীব্র স্রোতের মধ্যে চলতে গিয়ে ফেরিটি মূল চ্যানেলের পাশে ডুবোচরে আটকা পড়ে। ফেরিতে কিছু পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি আছে। বিআইডব্লিউটিসির জাহাজ (আইটি-৯৪) দিয়ে ফেরিটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে ডা. গোলাম মওলা নামের আরেকটি রো রো ফেরিকে উদ্ধারের জন্য পাঠানো হবে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত ফেরিটি ডুবোচর থেকে উদ্ধার হয়নি। আটকা পড়া ফেরির অনেক যাত্রী ইঞ্জিন চালিত ট্রলারে করে আরিচা ঘাটে পৌঁছেছে বলে জানা গেছে।

/এনএএস

Exit mobile version