Site icon Jamuna Television

হিথ্রো বিমানবন্দর যেনো লাগেজের সমুদ্র!

যুক্তরাজ্যের লন্ডনের জনপ্রিয় হিথ্রো বিমানবন্দর যেনো লাগেজের সমুদ্র! প্রযুক্তিগত ত্রুটির কারণে ভোগান্তিতে পাঁচ হাজারের বেশি যাত্রী। খবর এনডিটিভির।

সোমবার (২১ জুন) টার্মিনাল টু, থ্রির ফ্লাইট বাতিলের নির্দেশনা দেয় এয়ারপোর্ট। পরিস্থিতি সামাল দিতে কাঁটছাট আনা হয় ৩০ শতাংশ ফ্লাইটে। তাতে, উল্টো বিপত্তি বাড়ে। গেলো সপ্তাহ থেকেই হিথ্রো বিমানবন্দর ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। মূলত কর্মী সংকটের কারণে ইজি জেট এবং গ্যাট উইক এয়ারপোর্ট ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ কমিয়ে এনেছে।

আগামী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ৬০ হাজারের মতো ফ্লাইট বাতিলের ঘোষণাও দিয়েছে তারা। যার ফলে হিথ্রোর ওপর পড়েছে বাড়তি চাপ। অবশ্য, ভুক্তভোগীরা টিকিটের দাম ফেরত পাবেন। নতুবা বিকল্প ফ্লাইটের জন্য করতে হবে তাদের অপেক্ষা।

/এমএন

Exit mobile version