Site icon Jamuna Television

পদ্মাসেতু চালু হলে জিডিপি বাড়বে অনন্ত ১ শতাংশ, দারিদ্র্য কমবে দক্ষিণে: গবেষণা

বঙ্গবন্ধু সেতু গতি এনেছে উত্তরাঞ্চলের মানুষের জীবনে। কিন্তু দক্ষিণে তা ঘটেনি একটি সেতুর অভাবে। সব শঙ্কা ছুড়ে ফেলে অবশেষে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বপ্ন কাঠামো। দেশের গতির সাথে পাল্লা দিয়ে চাঙা হচ্ছে স্থানীয় অর্থনীতি। সবার অপেক্ষা ভাগ্য বদলের।

পদ্মাসেতু চালু হলে আমূল বদলাবে অর্থনীতি। জিডিপি বাড়বে অন্তত ১ শতাংশ। প্রতি বছর চাকরি পাবে সাড়ে ৭ লাখ মানুষ। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দারিদ্র্য কমবে এক শতাংশ হারে। গতি বাড়বে মোংলা বন্দরে। দুর্নীতির অভিযোগ তুলে পদ্মাসেতুর অর্থায়ন থেকে যে বিশ্বব্যাংক সরে গেছে, সে সেতুর সম্ভাবনার কথা উঠে এসেছে তাদের গবেষণাতেই।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বললেন, পদ্মা সেতুতে জড়িয়ে আছে ১৯ জেলার সমৃদ্ধি। তাই এর চারপাশে আধুনিক অবকাঠামো গড়বে সরকার।

আর বিনিয়োগ করতে দক্ষিণাঞ্চলের জেলায় সহজ শর্তে ঋণ চান ক্ষুদ্র উদ্যোক্তারা। শিল্পায়নের জন্য কদর বেড়েছে নদীর তীরের জমির। সেতু ঘিরে ব্যবসা বড় করার পরিকল্পনা ক্ষুদ্র উদ্যোক্তাদের। শিক্ষা ও স্বাস্থ্যসেবা ঘিরে নতুন দিনের প্রত্যাশা স্থানীয়দের।

পদ্মাসেতুর রেল সংযোগ চালু হলে অর্থনীতিতে এই কাঠামোর ভূমিকা আরও স্পষ্ট হবে।

/এমএন

Exit mobile version