Site icon Jamuna Television

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে দুই বন্ধুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে জেলা শহরের পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় গোসল করতে যান দুই বন্ধু মুহিত ও ইনাম। এ সময় তারা গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। দু’জনের কেউই সাতার জানতো না।

পরে কাপ্তাই হ্রদের পানিতে একজনের দেহ ভেসে উঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে গেলে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসা দু’জনকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা দু’জনই মারা গেছে।

নিহত মাহিদুর রহমান মুহিতের চাচা আব্দুল করিম লালু জানান, পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মুহিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

এটিএম/

Exit mobile version