Site icon Jamuna Television

‘খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দেয়াই সরকারের উদ্দেশ্য’

চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দেয়াই সরকারের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, খালেদা জিয়ার কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ঘাড়ে প্রচণ্ড ব্যথা, বাম হাত, দুই পায়ে ব্যথায় ফুলে উঠেছে এবং দু চোখের অবস্থাও গুরুতর। সরকারের নির্দেশিত চিকিৎসকদের পরামর্শও কারা কর্তৃপক্ষ আমলে নিচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, মাদক বিরোধী অভিযানের নামে ক্রসফায়ারে মানুষ হত্যা করা হচ্ছে। গডফাদারদের না ধরলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় সারাদেশে মাদক বিস্তার করেছে। সরকারের ছত্রছায়ায় গড়ফাদাররা অন্তরালেই রয়ে যাচ্ছে।

Exit mobile version