Site icon Jamuna Television

রুশ কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৪

ছবি: প্রতীকী ছবি

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর রিয়াজানের কাছে অবতরণের সময় একটি ইলিউশিন ইল-৭৬ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। এতে আরোহী নয়জনের মধ্যে চারজন নিহত হয়। খবর রয়টার্সের।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা পৃথকভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রশিক্ষণ চলার সময় বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে মন্ত্রণালয় ক্রুদের মৃত্যুর কোনও বিবরণ দেয়নি।

এটিএম/

Exit mobile version