Site icon Jamuna Television

সৌদি বিশ্বকাপ দলের সাথে ছবি তুললেন বিন সালমান

নানা জল্পনা কল্পনার মাঝে যুবরাজ বিন সালমানের ছবি প্রকাশ করেছে সৌদি রাজপরিবার। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) কয়েকটি ছবি প্রকাশ করে জানায়, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।

একটি ছবিতে দেখা যাচ্ছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাশে মন্ত্রিসভার বৈঠকে অন্যদের সাথে রয়েছেন মোহাম্মদ বিন সালমানও। রাজপরিবার বলছে এটি গতকাল মঙ্গলবারের ছবি।

এছাড়া আরব নিউজের প্রকাশ করা অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে বিশ্বকাপ ফুটবলে রাশিয়ায় অংশ নিতে যাওয়া সৌদি আরবের খেলোয়াড়দের সাথে ছবি তুলেছেন যুবরাজ। এতে ফুটবলারদের সাথে হাস্যজ্বোল ভঙ্গিতের দেখা যাচ্ছে তাকে। ছবিটি কবে তোলা তা অবশ্য জানায়নি আরব নিউজ।

গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুবই নিকটবর্ত এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরানি বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবরে দাবি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ।

এছাড়া অন্যান্য কিছু বিষয় সামনে রেখে অনেকেই সন্দেহের মধ্যে ছিলেন। তবে বুধবার ছবি প্রকাশ করলেও গত এক মাস বিন সালমান কোথায় কী অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু বলা হয়নি।

Exit mobile version