Site icon Jamuna Television

‘পদ্মা সেতুর নাট খুলে গ্রেফতার বাইজিদ ছাত্রদলের কর্মী ছিলেন’

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পদ্মা সেতু‌তে নাট খু‌লে টিকটক করে পুলিশের হা‌তে গ্রেফতার হওয়া বাইজিদ এক সময় পটুয়াখালী জেলা ছাত্রদ‌লের কর্মী ছিলেন। ত‌বে অনেক দিন ধ‌রে তি‌নি পটুয়াখালী‌তে অনুপস্থিত। বর্তমানে পরিবারের সদস্যদের সাথে ঢাকায় অবস্থান করছেন। বিষয়‌টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন।

তি‌নি জানান, বাইজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে সে অনেকদিন ধরে এলাকায় নেই। এখন ঢাকায় রাজনীতি ক‌রে কিনা তা জানি না। ব্যক্তির অন্যায় অপরাধ দল কখনই দায় নি‌বে না। স্বেচ্ছা‌সেবকদ‌লের এক সিনিয়র বড় ভাইয়ের সাথে বাই‌জিদ মিছিল মি‌টিংয়ে অংশ নিতো। ত‌বে কোন পদপদ‌বি‌তে ছিল না।

জেলা স্বেচ্ছা‌সেবকদ‌লের একা‌ধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, জেলা ছাত্রদ‌লের সা‌বেক সভাপতি বিপ্লব গাজীর অনুসারী ছিলেন বাইজিদ। ত‌বে কোনো পদপদ‌বি‌তে ছিল না।

এদিকে বিষয়‌টি অস্বীকার ক‌রে বিপ্লবগাজী ব‌লেন, বাইজিদ কখনই ছাত্রদল ক‌রে‌নি, সে ঢাকায় ছাত্রলীগ ক‌রে। আপনারা খোঁজ নি‌য়ে দেখেন।

অপরদিকে বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান মুক্তা জানান, বাইজিদের পরিবার বিএন‌পির সাথে জড়িত এটা সবাই জানে। কিন্তু বাইজিদ কি কর‌তো সেটা জানি না। তাছাড়া এলাকায় থা‌কে না।

ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না‌সির উ‌দ্দিন খান জানান, ওর বাড়ির লোকজন যেহেতু বিএন‌পির সাথে জড়িত সেহেতু তার ছাত্রদল করাটা স্বাভাবিক।

বাইজিদের চাচা ফোরকান মৃধা জানান, বাইজিদ কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। মেট্রিক পাশ ক‌রেই ঢাকায় গেছে। সম্পর্কে বাইজিদ স্বেচ্ছা‌সেবকদ‌ল নেতা মোহ‌নের চাচাত ভাই।

ইউএইচ/

Exit mobile version