Site icon Jamuna Television

তিন মাসেও সন্ধান মেলেনি বিশ্ববিদ্যালয়ছাত্র ইফাজের

এখনও সন্ধান মেলেনি বিইউবিটি শিক্ষার্থী ইফাজ আহমেদ চৌধুরীর। যদিও ইতোমধ্যে পার হয়েছে ২ মাস ২৮ দিন। সোমবার (২৭ জুন) সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করে ইফাজের পরিবার তার সন্ধান দাবি করে।

পরিবার জানায়, গত ১১ এপ্রিল থেকে নিখোঁজ কম্পিউটার বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী। মিরপুর সনি সিনেমা হলের কাছ থেকে ফিরে আসার সময় নিখোঁজ হয় সে। পরিবার জানায়, এসময় কালো রঙের একটি মাইক্রোবাস ছিল সড়কে। প্রশাসনের গাড়ি হতে পারে বলে সন্দেহ করছে পরিবার।

ইফাজের মা জান্নাতুল ফেরদৌস বলেন, এ ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তারা। তিনি ইফাজকে খুঁজে বের করতে র‍্যাবকে নির্দেশনাও দেন। কিন্তু প্রশাসন এখনও কোনো খোঁজ দিতে পারেনি।

বিইউবিটি শিক্ষার্থী ইফাজের নানা জানান, মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে ইফাজ। কোনও ধরনের রাজনীতি বা সংগঠনের সাথে জড়িত ছিলেন না তিনি। এমনকি পারিবারিক কোনো শত্রুতাও নেই তাদের।

দ্রুত সময়ের মধ্যে ইফাজকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে পরিবার।

/এডব্লিউ

Exit mobile version