Site icon Jamuna Television

পদ্মা সেতুর নাট খুলে ফেলা যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলা যুবক বাইজিদকে গ্রেফতার করার এ নিয়ে ব্রিফিং করেছে সিআইডি। সিআইডি ব্রিফিংয়ে জানিয়েছে ওই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তিনি ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

সোমবারের (২৭ জুন) ব্রিফিংয়ে সিআইডি বলছে, তার কাছে এবং বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে যেগুলো এই মামলাটির সাথে সংশ্লিষ্ট। এ ঘটনায় তার উদ্দেশ্য মূলত কী ছিল, তার ওপর নির্ভর করবে সে দোষী কিনা। সিআইডি বলছে, বাইজিদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়েই তদন্তদ করা হচ্ছে। তবে তার রাজনৈতিক পরিচয়ের কোনো প্রভাব থাকলে তাও তদন্তে ধরা পড়বে। সিআইডি বলছে, তার রাজনৈতিক পরিচয় এ মামলায় ‘র ডাটা’ হিসেবে বিশ্লেষণ করা হবে।

প্রসঙ্গত, রোববার বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একটি টিকটক ভিডিওতে দেখা যায়, ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো আমাদের পদ্মা সেতু। হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।

এডব্লিউ/

Exit mobile version