Site icon Jamuna Television

কানাডায় ৩০ হাজার বছরের পুরোনো ম্যামথ শাবকের মমির সন্ধান

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ধান মিললো ৩০ হাজার বছরের পুরোনো ম্যামথ শাবকের মমির। দেশটির ইয়ুকোন অঞ্চলে একটি স্বর্ণখনিতে কর্মরত শ্রমিকেরা হঠাৎই সন্ধান পায় এটির। খবর বিবিসি’র।

হিমায়িত অবস্থায় ছিল লোমশ ম্যামথটির সম্পূর্ণ দেহ, যা লম্বায় ১৪০ সেন্টিমিটার। মমিটি মেয়ে শাবকের বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ৩০ থেকে ৩৫ দিন বয়সে মৃত্যু হয় প্রাণীটির। স্থানীয় হান আদিবাসীরা এর নাম দিয়েছে ‘নুন চো গা’। যার অর্থ হলো বিশাল প্রাণী শিশু। এর আগে অঞ্চলটিতে ম্যামথ শাবকের দেহের অংশবিশেষ পাওয়া গিয়েছিল।

২০০৭ সালে সাইবেরিয়ার ভূগর্ভে পাওয়া ম্যামথ শাবকের সাথে এর মিল রয়েছে। হাতির মতো দেখতে বিশাল প্রাণীটির অস্তিত্ব ছিল বরফযুগে।

/এমএন

Exit mobile version