Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু, ছড়িয়েছে বিক্ষোভ

আবারও পুলিশি নির্যাতনে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার (২ জুলাই) ওহাইয়ো অঙ্গরাজ্যে হত্যাকারী পুলিশের শাস্তির দাবিতে রাজপথে নেমেছে অনেকে। গেলো সোমবার পুলিশের গুলিতে নিহত হন জেল্যান্ড ওয়াকার নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। খবর এবিসি নিউজের।

পুলিশের দাবি, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে থামতে বলা হয়েছিলো ২৫ বছর বয়সী ওয়াকারকে। তবে গাড়ি না থামিয়ে চালিয়ে যান তিনি। গাড়ির ভেতর থেকে গুলিও ছোঁড়েন বলে দাবি পুলিশের। এরপর ওয়াকারের গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে মৃত্যু হয় ওয়াকারের।

রোববার প্রকাশ করা হবে পুলিশের হেড ক্যামেরায় তোলা ভিডিও ফুটেজ। এ ঘটনায় শুরু হয়েছে তদন্ত। জড়িত কর্মকর্তাদের পাঠানো হয়েছে বাধ্যতামূলক ছুটিতে।

এটিএম/

Exit mobile version