Site icon Jamuna Television

সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড: আরও একজনের দেহাবশেষ উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার একমাস পর সেখান থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে একটি শেডের দেয়াল অপসারণের সময় মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি শেডের দেয়াল অপসারণের সময় দেয়ালের নিচে চাপা পড়া অবস্থায় একটি মাথার খুলি এবং হাতের কিছু হাড়গোড় দেখতে পায় শ্রমিকরা। এ সময় তারা বিষয়টি পুলিশকে জানালে দেহাবশেষ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

উল্লেখ্য, গত ৫ জুন রাত সোয়া ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েকের মাথায় রাসায়নিকের কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রায় ৮৪ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এর আগে ওই ডিপো থেকে ৪৮ জনের লাশ উদ্ধারের কথা জানানো হয়েছিল আহত হয় দুই শতাধিক মানুষ।

ইউএইচ/

Exit mobile version