Site icon Jamuna Television

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হলো বাগেরহাটের প্রধান ঈদের জামাত

নামাজ শেষে কোলাকুলি করছেন ষাট গম্বুজ মসজিদে আসা মুসল্লিরা।

বাগেরহাট প্রতিনিধি:

প্রতিবারের ন্যায় এবারও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের ঈদুল ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ জুলাই) সকাল ৭টায় ষাট গম্বুজ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা ৪০ মিনিটে দ্বিতীয় এবং সাড়ে ৮টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৈশ্বিক ঐতিহ্য এ মসজিদে ঈদ-উল-আযাহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিলেন। মুসল্লিরাও স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন।

/এসএইচ

Exit mobile version