Site icon Jamuna Television

বৃষ্টির কারণে বাংলাদেশ-উইন্ডিজের প্রথম ওয়ানডে শুরু হতে বিলম্ব

ছবি: সংগৃহীত

টেস্ট ও টি-টোয়েন্টিতে হারের পর এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার (১০ জুলাই) গায়নার প্রভিডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে।

শনিবার প্রায় সারারাতই বৃষ্টি হয়েছে গায়নায়। সকালে বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ে মাঠ পরিচর্যা করে খেলার উপযোগী করা সম্ভব হয়নি। যে কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় টস হওয়ার কথা ছিল।

টিভি ধারাভাষ্যকারদের তথ্য অনুযায়ী, এরই মধ্যে একবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। যদিও ম্যাচ শুরুর সময় জানায়নি তারা। খুব শীগগিরই ফের পরিদর্শন করে জানানো হবে ম্যাচ শুরুর সময়।

একনজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয় (ওপেনার), নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার) নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ইউএইচ/

Exit mobile version