Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৮২ রান দিয়ে লজ্জার এক বিশ্বরেকর্ড ম্যাককিরনানের

ছবি: সংগৃহীত

১ ওভারে ৩৬ রানসহ নিজের ৪ ওভারের স্পেলে মোট ৮২ রান দিয়ে লজ্জার এক বিশ্বরেকর্ড করেছেন ইংল্যান্ডের ২৮ বছর বয়সী লেগস্পিনার ম্যাটি ম্যাককিরনান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি ১ ইনিংসে সর্বোচ্চ রান খরচের বিশ্বরেকর্ড।

ক্রিক ট্র্যাকারের প্রতিবেদনে বলা হয়, ম্যাককিরনানকে লজ্জায় ডুবিয়ে তাণ্ডব চালান দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো। তার ৩৬ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংসে ২৬৫ রানের বিশাল সংগ্রহ পায় সমারসেট। জবাবে ডার্বিশায়ার অলআউট হয়েছে মাত্র ৭৪ রানে। সমারসেট পেয়েছে ১৯১ রানের জয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন ১ ম্যাচে সর্বোচ্চ রানের বিব্রতকর রেকর্ডটি ছিল পাকিস্তানের শারমাদ আনোয়ারের দখলে। ২০১১ সালের সুপার এইট টি-টোয়েন্টি কাপে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের জার্সিতে লাহোর লায়ন্সের বিপক্ষে ৪ ওভারে ৮১ রান দিয়েছিলেন শারমাদ।

/এনএএস

Exit mobile version