Site icon Jamuna Television

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ ডোবায় অটোরিকশা চালক, লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার রাজীবপুর পুর্ব পাড়ার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছে, দুপুরের দিকে অটোরিকশা চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৫০) গাড়িসহ ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, গাড়ি চালানোর সময় তার স্ট্রোক হয়। তা থেকেই মৃত্যু হয় তার। তবে তার মৃত্যুর কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলছেন, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/এডব্লিউ

Exit mobile version