Site icon Jamuna Television

গোতাবায়ার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজ

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার পার্লামেন্টে আজ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিষয়টি জানাবেন স্পিকার। একইসাথে নতুন রাষ্ট্রপ্রধান এবং সরকার গঠনের আহ্বানও জানাবেন তিনি।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে পার্লামেন্ট স্পিকারের হাতে এসে পৌঁছায় বহুল কাঙ্খিত গোতাবায়ার পদত্যাগ পত্র। বিবৃতিতে জানানো হয়, ইমেইলে ইস্তফা পাঠিয়েছেন পলাতক প্রেসিডেন্ট।

এই খবরে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন লঙ্কানরা। কারফিউ উপেক্ষা করেই রাতভর রাজধানী কলম্বো এবং আশপাশের শহরগুলোয় চলে উদযাপন। এ সময় রাজাপাকসে পরিবারবিরোধী শ্লোগান দেয়ার পাশাপাশি নাচে-গানে পুরো পরিবেশ মাতিয়ে রাখেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, এটা জনতার সাফল্য।

আরও পড়ুন: ভারতে চীনের মতো ‘দুই সন্তান নীতি’ সমর্থন করবো না: ওয়াইসি

এদিকে, সবশেষ তথ্য অনুসারে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছেছেন গোতাবায়া রাজাপাকসে। রাজনৈতিক আশ্রয় না চাইলেও সেখানেই স্ত্রীসহ রয়েছেন তিনি। বার্তা সংস্থাগুলোর আভাস, এরপর সৌদি আরবে যেতে পারেন গোতাবায়া। সিঙ্গাপুর সরকারও জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত সফরেই এসেছেন গোতাবায়া। রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশে নয়।

জেডআই/

Exit mobile version