Site icon Jamuna Television

আর্জেন্টিনার অনুশীলনেই এত সমর্থক !

লিওনেল মেসিদের অনুশীলন দেখতেই স্টেডিয়ামে ভিড় করেছিল ৩০ হাজার দর্শক! আসলে সংখ্যাটা আরও বাড়তে পারতো। তবে সেখানেই এর বেশি দর্শকের জন্য ব্যবস্থা ছিল না। বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ায় উড়াল দেয়ার আগে নেইমারের ব্রাজিলের অনুশীলন দেখার সুযোগ পেয়েছিল মাত্র ২০০ দর্শক। উল্টোপথে হাঁটল আর্জেন্টিনা। মেসি-আগুয়েরোদের অনুশীলন দেখার সুযোগ করে দিয়েছে ৩০ হাজার দর্শককে।

দেশটির ক্লাব অ্যাটলেটিকো হুরাকানরে স্টেডিয়ামে দলের অনুশীলন উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা দলের এক ঘণ্টার অনুশীলন দেখতে মাঠে এসেছিল স্কুলের শিক্ষার্থীরাও। বিভিন্ন ক্লাবের উঠতি ফুটবলারদেরও সুযোগ করে দেয়া হয়। মেসি, গনজালো হিগুয়েইন এবং নিকোলাস ওটামেন্দিরা অনুশীলন করেন। অনুশীলন শেষে দর্শকদের ফুটবল ও জার্সি উপহার দেন মেসিরা।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version