Site icon Jamuna Television

কোহলিকে বাদ দেয়ার মতো নির্বাচক ভারতে জন্ম নেয়নি: রশিদ লতিফ

ছবি: সংগৃহীত

ভারতীয় দল থেকে ভিরাট কোহলিকে বাদ দেয়ার মতো কোনো নির্বাচক ভারতে এখনও জন্ম হয়নি, এমনটাই মনে করে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। ওয়েস্ট ইন্ডিজ সফরে সফরে ভারতীয় দলে ভিরাটের না থাকার বিতর্কে এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এই মতামত জানান তিনি। প্রতিবেদন এনডিটিভির।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলে ভিরাট না থাকার পর থেকে বিতর্কের জন্ম হয়েছে যে, ভিরাট আসলে বিশ্রামে নাকি দল থেকে বাদ পড়েছেন। সে বিতর্কের উত্তরে রশিদ লতিফ মনে করেন, ভিরাট বিশামেই গিয়েছেন। কারণ তাকে দল থেকে বাদ দেয়ার সাহস ভারতীয় নির্বাচকদের নেই।

আরও পড়ুন: ৬ বছর পর বিশ্বকাপে জিম্বাবুয়ে

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল থেকে ভিরাট ও জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয়া হয়েছে। জাসপ্রীত বুমরাহর বিশ্রাম নিয়ে কেউ কোনো আলোচনা না করলেও ভিরাটের সম্প্রতি অফফর্মের জেরে তার বিশ্রামে যাওয়া নিয়ে শুরু হয় নানা আলোচনা।

এর আগে, ভিরাটকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের লিজেন্ড কপিল দেবসহ বেশ কয়েকজন। তবে এরপর ভিরাটের পক্ষ হয়ে অবস্থান নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ভিরাটের পক্ষ হয়ে টুইট করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও।

জেডআই/

Exit mobile version