Site icon Jamuna Television

গাজীপুরে নিখোঁজের ১০ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিহত ইমন হোসেন।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে কালিয়াকৈর থেকে নিখোঁজের ১০ দিন পর সাভারের আমিন বাজারে নদী থেকে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের নাম ইমন হোসেন (২০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রসুলপুর এলাকার শুকুর আলীর ছেলে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার জানায়, গত ৭ জুলাই রাত ৮টার দিকে ইমনের মোবাইলে একটি কল আসে। কল আসার সাথে সাথে তিনি বাসা থেকে বের হয়ে যান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে তার বাবা গত ৯ জুলাই কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১০ দিন পর শনিবার বিকেলে পাশ্ববর্তী সাভারের আমিন বাজার থেকে ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমনকে ফোন করে ডেকে নিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এ নিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version