Site icon Jamuna Television

নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ শিক্ষার্থী গ্রেফতার

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক কলেজ ছাত্রকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাতে খুলনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতরাতে তাকে গ্রেফতার করা হলেও পরে বিস্তারিত তথ্য দেয়ার কথা জানিয়েছে পুুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন রোববার (১৭ জুলাই) সকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ফেসবুক পোস্টের জেরে হামলা, ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করলেন মাশরাফী

শুক্রবার (১৫ জুলাই) উপজেলার দিঘলিয়া এলাকার ওই কলেজছাত্রের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর কমেন্ট করার অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয় স্থানীয়রা। একপর্যায়ে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযুক্ত যুবকের বাবাকে হেফাজতে নেয়া হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

/এনএএস

Exit mobile version