Site icon Jamuna Television

গাজীপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ট্রেনের বগি লাইনচ্যুত।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী রেল স্টেশন এলাকায় আউটার সিগনালে তেলবাহী ট্রেনের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (১৭ জুলাই) দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রাকিব জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী ট্রেনটি রোববার দুপুর তিনটার দিকে টঙ্গী স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ৪ নম্বর লাইন থেকে ৫ নম্বর লাইনে প্রবেশের সময় এর মাঝখানের দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এসজেড/

Exit mobile version