Site icon Jamuna Television

কক্সবাজারে সাগরে গোসলে নেমে কিশোর নিখোঁজ

কক্সাবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আবদুল্লাহ (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হয়। ঢাকার মহাখালীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ও এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল আবদুল্লাহ। তার বাবা সেনাবাহিনীতে কর্মরত একজন চিকিৎসক বলে জানা গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, পরিবারের সাথে বেড়াতে এসে তারা উখিয়ার ইনানী হোটেল টিউলিপে উঠেছিল। অভিভাবকদের না জানিয়ে ইনানীর সমুদ্র সৈকতে ৪ জন চাচাতো ভাই মিলে গোসলে নামে আবদুল্লাহ। গোসল সেরে ৩ জন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায়।

খবর পাওয়ার সাথে সাথে স্থানীয়দের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করার কাজ শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ফায়ার সার্ভিস কোস্টগার্ড ও লাইফ গার্ড কর্মীরাও উদ্ধার অভিযানে অংশ নেয়।

এসজেড/

Exit mobile version