Site icon Jamuna Television

দল হিসেবে খেলতে চাই, পরিবারের মতো যেন থাকতে পারি: সোহান

নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত

প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে দেশকে নেতৃত্ব দেয়ার। নুরুল হাসান সোহান এবার বাংলাদেশের লাল-সবুজ দলের অধিনায়ক। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সোহান বলেন, সব সময়ই আমার চাওয়া একটি দল হিসেবে খেলার। আর সেই চাওয়াটাই থাকবে। একটা পরিবারের মতো যেন থাকতে পারি, সেটিই জরুরি।

আসন্ন জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক করা হয়েছে দলের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে। প্রথমবারের মতো দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে যমুনা নিউজের সাথে আলাপচারিতায় নুরুল হাসান সোহান বলেন, অধিনায়কত্ব অবশ্যই এটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ, দলে যখন কেবল খেলোয়াড় হিসেবে খেলি তখন ম্যাচে দলের জন্য কোনটি করা দরকার, সে অনুযায়ী খেলতে চাই। আর অধিনায়ক হিসেবে পুরো দল নিয়ন্ত্রণ করা এবং পরিস্থিতি অনুযায়ী খেলাটা বেশ বড় চ্যালেঞ্জ। এটি অবশ্যই গর্বের ব্যাপার। আমি আমার শতভাগ দিয়েই চেষ্টা করবো।

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভয়ডরহীন দল হিসেবে দেখতে চায় বাংলাদেশ। নুরুল হাসান সোহান সে প্রসঙ্গে বলেন, ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি ও টেস্টে আমরা সেভাবে সাফল্য পাচ্ছি না। আমার মনে হয়, এই ফরম্যাটগুলোতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমরা যারা কিছুদিন ধরে খেলছি, তারা সবাই চাই যেন ওয়ানডের মতো এই দুই ফরম্যাটেও আমরা ভালো করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে, দল হিসেবে যেন আমরা ভালো একটি জায়গায় যেতে পারি।

আরও পড়ুন: সোহানের অধিনায়কত্ব মানেই নতুন যুগের সূচনা নয়: সুজন

/এম ই

Exit mobile version