Site icon Jamuna Television

বাবর ‘ক্যাপ্টেন কুল’, অবসর পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকা উচিত তার: মিয়াঁদাদ

বাবর আজম ‘ক্যাপ্টেন কুল’। সে কখনোই মেজাজ হারায় না। তাই অবসরের আগ পর্যন্ত তারই পাকিস্তানের অধিনায়ক থাকা উচিত। এমন দাবি করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। পাশাপাশি বাবর আজমকে দিয়েছেন পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়কের তকমা।

আব্দুল্লাহ শফিকের অপরাজিত ১৬০ রানে গল টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে পাকিস্তান। সতীর্থ ও সাবেকদের প্রশংসায় ভাসছেন ২২ বছর বয়সী ওপেনার শফিক। তবে প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে ১১৯ রানের ইনিংস খেলা বাবর আজম দ্বিতীয় ইনিংসেও করেন ৫৫ রান। তারপরও যেন অনেকটাই দৃষ্টির আড়ালেই ছিলেন পাক অধিনায়ক। তবে তা চোখ এড়ায়নি দেশটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রশংসায় ভাসিয়েছেন তিনি বাবর আজমকে। জাভেদ মিয়াঁদাদ বলেন, পাকিস্তান একটি দল হিসেবে খেলছে। গল টেস্ট জয়ের কৃতিত্ব সব খেলোয়াড়ের; সঙ্গে বাবর আজমকেও কৃতিত্ব দিতে হবে। সে আমাদের নাম্বার ওয়ান অধিনায়ক, ক্যাপ্টেন কুল। সে কখনোই তার মেজাজ হারায় না।

শুধু ব্যাট হাতে ছড়ি ঘোরানো নয়, নেতৃত্বগুণেই ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন বাবর। তার নেতৃত্বেই বদলে যাওয়ার গল্প লিখছে পাকিস্তান। ক্রিকেটের তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিচ্ছেন ঠাণ্ডা মাথায়। বাবরের অধিনায়কত্ব নিয়ে ‘বড়ে মিয়া’ খ্যাত জাভেদ মিয়াঁদাদ বলেন, বাবর নিজে পারফর্ম করছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। কারণ, অধিনায়কের অফফর্ম দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বাবর এখন পরিণত। আমার মতে, অবসর নেয়ার আগপর্যন্ত তার পাকিস্তানের অধিনায়ক থাকা উচিত।

আরও পড়ুন: ঘুরে দাঁড়ানো কোহলির জন্য সময়ের ব্যাপার: পন্টিং

/এম ই

Exit mobile version