Site icon Jamuna Television

হাকালুকি হাওরে বিরল জলের ঘূর্ণি, ভিডিও ভাইরাল

মৌলভীবাজার প্রতিনিধি:

দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে দেখা গেলো বিরল জলের টর্নেডোর (Spinning Waterspouts), একে জলের ঘূর্ণিও বলা হয়। হাওরে সৃষ্ট এই জলের ঘূর্ণিটি মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা থেকে দেখা যায়। প্রায় পাঁচ মিনিট ধরে হাওরের পানি ঘূর্ণির সাথে ওপরে উঠে যেতে থাকে। এসময় পানির প্রবাহ দূর থেকেও টের পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে বাতাসের ধাক্কায় ঘূর্ণিটি ভেঙে যায়।

শনিবার (২৩ জুলাই) বিকেলে মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা উপজেলা থেকে বিশাল এক ঘূর্ণি দেখতে পান স্থানীয়রা। এসময় উপস্থিত লোকজন এ ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘূর্ণিটিতে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বরং বিরল এই প্রাকৃতিক দৃশ্য দেখে উপস্থিত লোকজনকে উচ্ছ্বসিত হতে দেখা গেছে।

ইন্টারনেটে পাওয়া বিভিন্ন জার্নালের তথ্য বলছে, ওয়াটারস্পাউট বা জলের ঘূর্ণি সাধারণ টর্নেডোর মতোই। এটা জলভাগের ওপর তৈরি হয়। যখন শীতল বাতাস উষ্ণ বাতাসের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন সেটি পানির একটি ঘূর্ণায়মান স্তম্ভ তৈরি করে। একেই জলের ঘূর্ণি বলা হয়। এ ধরনের ঘূর্ণি যত স্থলভাগের দিকে এগোতে থাকে তত তা দুর্বল হতে থাকে।

/এডব্লিউ

Exit mobile version