Site icon Jamuna Television

চট্টগ্রাম বন্দরে বিপুল বিদেশি মদের চালান আটক

চট্টগ্রাম বন্দরে আটক হয়েছে বিপুল পরিমাণ মদের চালান। পলিস্টার ঘোষণা দিয়ে চীন থেকে আনা কন্টেইনারভর্তি চালানে বিপুল বিদেশি মদ। রোববার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দরে চালানটি আটক করেছে কাস্টমস। এছাড়া গতকালও চট্টগ্রাম বন্দর থেকে মিথ্যা ঘোষণায় খালাস করে নিয়ে যাওয়া দুই কন্টেইনার বিদেশি মদের চালান ধরা পড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।

চালানটি খালাসে নিয়োজিত ছিলেন জাফর আহমেদ নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট। কাস্টমস কর্মকর্তারা জানান, মিথ্যা ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা করা হলে জালিয়াতি ধরা পড়ে। এ ঘটনায় কয়েক কোটি টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা হয়েছে বলে ধারণা তাদের।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, আটককৃত মদের চালানের প্রকৃত মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ জানা যাবে পরীক্ষা-নীরিক্ষার পর। নথিপত্র অনুযায়ী এটির আমদানিকারক নীলফামারির উত্তরা ইপিজেড ১ নম্বর সেক্টরের ‘ডং জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি’।

/এডব্লিউ

Exit mobile version